‘কালোটাকা বৈধকরণের সুযোগ দেওয়াকে মাছ শিকারের সঙ্গে তুলনা, সরকার ধূম্রজাল সৃষ্টি করছে’
- 👉 প্রধানমন্ত্রীর ‘কালোটাকা বৈধকরণের সুযোগকে’ মাছ শিকারের সঙ্গে তুলনা করার বক্তব্যকে ‘ধূম্রজাল’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
- 🚀 মির্জা ফখরুলের মতে, জনগণের মূল সংকট মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকার এই সংকট থেকে দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছে।
- 👉 মির্জা ফখরুল বলেছেন, সরকারের এই সুযোগটি ‘রাঘববোয়ালদের’ জন্য অবাধ লুটপাটের ব্যবস্থা করা।
- ✴ সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
সূত্র সমূহ :
মন্তব্য করতে লগইন করুন
সর্বশেষ খবর
জনপ্রিয় খবর