মোদির পায়ের নীচে কাঁটা হয়ে দাঁড়িয়েছে চন্দ্রবাবু, শিন্ডে ও পাওয়ারের দাবি
- ➤ মহারাষ্ট্রের শিবসেনা নেতা একনাথ শিন্ডে ও এনসিপির অজিত পাওয়ার মন্ত্রীসভা গঠনে প্রধানমন্ত্রী মোদির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
- 👉 চন্দ্রবাবু নাইডু লোকসভার স্পিকার পদের দাবি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন।
- 💎 শিন্ডে ও পাওয়ার সরকারের বিশেষ ভূমিকা পালন করার অপেক্ষায় আছেন।
- ◉ মোদি চন্দ্রবাবুকে স্পিকার পদে বিজেপির ডি পুরুন্ডেশ্বরীকে বসানোর প্রস্তাব দিয়েছেন।
- 🟤 কংগ্রেস চন্দ্রবাবুর প্রার্থীকে স্পিকার পদে নির্বাচনে সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছে।
- 💡 মোদির সরকারের সঙ্গে আরএসএসের টানাপোড়েন আছে।
- 💡 অক্টোবর-নভেম্বরে চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপির জন্য এসব নির্বাচন গুরুত্বপূর্ণ।
সূত্র সমূহ :
মন্তব্য করতে লগইন করুন
সর্বশেষ খবর