- 🌍 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় শেখ রাসেল হল ও বঙ্গবন্ধু হল।
- ⤷ প্রতিযোগিতার শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে এক অন্য রকম উন্মাদনা।
- ▶️ খেলার মাঠে শেখ রাসেল হল দলের পক্ষে গোল করেন ওমর আবির।
- 🔴 শেষ পর্যন্ত বঙ্গবন্ধু হলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে শেখ রাসেল হল।
- 🔥 বিজয়ী দলের অধিনায়ক নাসিম তালুকদার বলেন, 'এবার পাঁচ বছর পর তাদের হারিয়েই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। নিজ হলের প্রতিনিধিত্ব করে হলকে জয়ী করতে পেরে আমি আনন্দিত।'
সূত্র সমূহ :
মন্তব্য করতে লগইন করুন
সর্বশেষ খবর