মক্কায় জুমার নামাজে সমবেত হলেন লাখো মুসল্লি, শুরু হতে চললো হজ

  • ◉ মক্কায় পবিত্র জুমার নামাজ আদায় করতে লাখ লাখ মুসল্লি কাবা শরিফে আসেন।
  • ❄️ বড় সংখ্যক পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় হজযাত্রীদের নিরাপত্তার জন্য।
  • 🔥 খুতবায় বিশ্বের সব মানুষের জন্য দোয়া করা হয় এবং হজযাত্রীদের আল্লাহর অতিথি বলা হয়।
  • ❇️ জুমার নামাজের পর কয়েকজন হজযাত্রীর জানাজা হয়, যারা পবিত্র হজ পালনের সময় মারা যান।
  • ❎ হজের আগে বড় জামাতে জুমার নামাজ আদায় করতে পেরে হজযাত্রীরা নিজেদের ভাগ্যবান মনে করেন।
  • ⚡ মক্কার চারপাশে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়, এবং হজযাত্রীদের অনুমতিপত্র ছাড়া মসজিদুল হারামে প্রবেশ নিষিদ্ধ।
  • 🟩 পবিত্র হজ পালনে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান মক্কায় জমা হয়েছেন।

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play