ইলিয়ট সেতুতে ভিডিও করার সময় লোহার পাইপে ধাক্কা লেগে ইউটিউবারের মৃত্যু
- ✳️ * সিরাজগঞ্জের ইলিয়ট সেতুতে শনিবার এক ইউটিউবার সেতুর কনটেন্ট বানাচ্ছিলেন। * গাড়ির ছাদে উঠে লোহার পাইপে ধাক্কা লেগে গুরুতর আহত হন। * হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় । * নিহত ইউটিউবারের নাম রবিউল হাসান (৩০), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা। * ইলিয়ট সেতুতে ভারী যান চলাচল নিষিদ্ধ থাকায় ভারী যান যাতে না চলাচল করে সেজন্য সেতুর দুই প্রান্তে রেলিংয়ের সঙ্গে লোহার পাইপ আটকে দেওয়া আছে।
সূত্র সমূহ :
মন্তব্য করতে লগইন করুন
সর্বশেষ খবর
জনপ্রিয় খবর