মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় সাধারণ মানুষের হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

  • 💚 মিয়ানমার সেনাবাহিনীর হামলায় রাখাইন প্রদেশসহ বিভিন্ন স্থানে অনেক বেসামরিক মানুষের মৃত্যু
  • 🟩 জাতিসংঘ মহাসচিব গুতেরেস এই হামলার নিন্দা জানিয়ে জান্তা ও আরাকান আর্মির সংঘাতের মাঝখানে আটকে পড়া রোহিঙ্গাদের ওপর হত্যা বন্ধের আহ্বান জানান
  • ⏺ আরাকান আর্মি রাখাইন প্রদেশে আরও স্বায়ত্তশাসন দাবি করছে এবং সেনাবাহিনী তাদের বিদ্রোহ দমনে অভিযান চালাচ্ছে
  • ▶️ রাখাইনের রাজধানী সিতোয়ের বিয়ায়েন ফিউ গ্রামে জান্তা বাহিনীর হামলায় আরাকান আর্মি অন্তত ৭০ বেসামরিক নাগরিকের মৃত্যুর দাবি করেছে, যা জান্তা প্রত্যাখ্যান করেছে
  • 🟤 রাখাইনে বর্তমানে ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সংঘাতের খবর নিশ্চিত করা কঠিন
  • 💡 রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে জোরপূর্বক উচ্ছেদ, বাড়িঘর পোড়ানো ও লুণ্ঠনের অভিযোগ করেছে এবং সেনাবাহিনী রোহিঙ্গাদের আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করছে বলে অভিযোগ করেছে

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play