কানাডার ম্যাচের আগে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে পাকিস্তানের খেলোয়াড়রা

  • 💚 ১২০ রানের লক্ষ্যে গতকাল ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান।
  • ❇️ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে পাকিস্তান।
  • 🌟 দুটি হারের পর প্রত্যেকের হৃদয়ই ভেঙে গেছে' বলে জানান পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ।
  • 📣 পাকিস্তান দল হিসেবে হেরেছে এবং কোনো ব্যক্তিকে দায় দিতে পারি না' বলে মেহমুদ জানান।
  • 💚 আজ রাত সাড়ে আটটায় কানাডার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের খেলোয়াড়েরা মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছেন।

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play