যুক্তরাষ্ট্রের দাবি, গাজা থেকে ৪ জিম্মি উদ্ধারে অস্থায়ী বন্দর ব্যবহৃত হয়নি

  • 📌 গতকাল গাজায় ত্রাণ সরবরাহ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
  • 💥 চারজন জিম্মিকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েল।
  • ⭕ ইসরায়েলের চার জিম্মিকে উদ্ধার অভিযানে অস্থায়ী বন্দরের ‘কোনো সরঞ্জাম, সদস্য ও সম্পদ’ কোনো ধরনের ভূমিকা রাখেনি বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
  • ✨ ইসরায়েলি বাহিনী ওই জিম্মিদের অস্থায়ী বন্দরের দক্ষিণ দিকের একটি এলাকা দিয়ে নিরাপদে ফিরিয়ে নিয়ে যায়।
  • ▪ গাজায় বেশি জরুরি এবং জীবনরক্ষাকারী ত্রাণ ঢোকা সহজ করতেই অস্থায়ী ওই বন্দরটি নির্মাণ করা হয়েছে।
  • 🟩 এক হাতে বোমা অন্য হাতে খাবার, আসলে কী চান বাইডেন

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play