ব্যক্তিশ্রেণির আয়করের স্তর পুনর্বিন্যাস: কাদের ওপর বাড়বে-কমবে আয়ের ভার

  • 🟡 যাঁদের মাসিক করযোগ্য আয় ৭০ হাজার ৮৩৩ টাকা, তাঁদের আয়কর কমবে ৫ হাজার টাকা।
  • 💚 যাঁদের মাসিক করযোগ্য আয় ৪ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, তাঁদের আগামী অর্থবছর থেকে বাড়তি ২২ হাজার ৫০০ টাকা আয়কর দিতে হবে।
  • 👉 আগত অর্থবছরে ৪০ লাখ মাসিক করযোগ্য আয়ের করদাতাদের আয়কর ১৮ শতাংশ বাড়বে।

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play