যেতে চাওয়া ইতালিতে, আটকে আছে পাসপোর্ট, পুলিশি বাধায় মানববন্ধন

  • 💡 ইতালি গমন–ইচ্ছুক শতাধিক ব্যক্তি রোববার দুপুরে গুলশান-১ এলাকায় মানববন্ধন করেন৷
  • 💥 তারা ভিএফএস গ্লোবাল এজেন্সিতে পাসপোর্টসহ কাজের অনুমতিপত্র জমা দিয়েও এক বছর পার হলেও ভিসা পাননি বা পাসপোর্ট ফেরত পাননি৷
  • ◉ ভুক্তভোগীদের অভিযোগ, ভিএফএস গ্লোবাল তাদের সঙ্গে প্রতারণা করছে এবং ইতালীয় কোম্পানির বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের কাউকে ভিসা দিচ্ছে না৷
  • 🔴 পুলিশ ওসি বলেন তারা কূটনৈতিক এলাকায় অনুমতি না নিয়ে মানববন্ধন করছিলেন তাই তাদের সরিয়ে দিয়েছে৷

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play