আবার এভারেস্টের চূড়ায় উঠলেন ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী আকি রহমান

  • 🟣 বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া দ্বিতীয়বারের মতো স্পর্শ করলেন ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী আকি রহমান।
  • ✦ এভারেস্ট জয় করলেন বিশ্বের বিপৎসংকুল ১৪টি উঁচু পর্বত আরোহণের অভিযানের অংশ হিসেবে।
  • ✦ এবারের এ অভিযানের মাধ্যমে তিনি দেড় মিলিয়ন পাউন্ডের তহবিল সংগ্রহ করতে চান।
  • ⚡️ ধারাবাহিকভাবে ১৪টি পর্বত আরোহণের এই দীর্ঘ অভিযান শেষ হবে আগামী বছরের অক্টোবরে।
  • 🌍 লোৎসে ও দ্বিতীয়বার এভারেস্ট জয়ের অভিজ্ঞতা নিয়ে আকি রহমান প্রথম আলোকে বলেন, ‘এ দুটি শৃঙ্গে আমি তিন দিনের ব্যবধানে উঠেছি। এটি আমার জন্য খুব কঠিন ছিল।’

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play