• 🔷 ২০২২ সালে 'পরাণ' ও 'দামাল' ছবি মুক্তির পর প্রশংসায় ভাসছিলেন মিম।
  • 🔴 রাজের তৎকালীন স্ত্রী পরীমনি মিমের কারণে রাজের সঙ্গে সংসারে সমস্যা বলে স্ট্যাটাস দেন।
  • ➪ পরীর স্ট্যাটাসে বিব্রতকর অবস্থায় পড়েন মিম, এরপর থেকে রাজের সঙ্গে অভিনয় করেননি তিনি।
  • ◉ গত শুক্রবার একটি ফ্যাশন শোতে পরীমনি মিমকে জড়িয়ে ধরে ক্ষমা চান।
  • ➙ মঞ্চে ওঠার আগে ও পরে দুবার পরীমনি মিমকে জড়িয়ে ধরে বলেন, 'এই তুমি আমার ওপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না।'
  • ▶️ মিম পরীমনিকে বাচ্চাকে ভালোবাসার কথা বলেন এবং পরীমনির মিথ্যা স্ট্যাটাসের কারণ জানতে চান।
  • ➤ পরীমনি দায় স্বীকার করে বলেন, 'ওসব ভুলে যাও। আমি সরি ওসবের জন্য। আমাকে ক্ষমা করে দাও।'
  • 🔷 মিম পরীমনিকে ক্ষমা করে দিয়েছেন।

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play