• ➪ পরীক্ষায় পাস করাটাই জীবনের মূল বিষয় নয়।
  • ⤷ জীবনে উত্থান-পতন স্বাভাবিক, হতাশ না হয়ে এগিয়ে যেতে হবে।
  • ✳️ পাস না করলেও বহু বিকল্প আছে, স্বপ্ন দেখতে ও ধৈর্য ধরে থাকতে হবে।
  • 🟠 পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষক-শিক্ষার্থীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
  • ➤ অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবক ও তাদের নিয়ে অনুপ্রেরণামূলক কাউন্সেলিং করতে হবে।
  • ➡️ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা প্রশিক্ষণের সঙ্গে অকৃতকার্যদের যুক্ত করতে হবে।
  • 📌 शिक्षा ব্যয় কমিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা চালু করতে হবে।
  • 💠 বিদ্যালয়ে মানসম্মত শিক্ষক বাড়াতে হবে।
  • ◉ সব শিক্ষার্থীকে উপবৃত্তি এবং শিক্ষার্থীপিছু ন্যূনতম ৫০০ থেকে পর্যায়ক্রমে ১ হাজার টাকায় উন্নীত করতে হবে।
  • ✔️ সব বিদ্যালয়ে মিড-ডে মিলের ব্যবস্থা চালু করতে হবে।
  • ➙ মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হবে।
  • 🔥 ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষা দিতে উপযুক্ত শিক্ষক নিয়োগ করা হবে।
  • 🕸️ বিদ্যালয় মনিটরিং শক্তিশালী করা এবং ঝরে পড়া শিক্ষার্থী রোধে অভিভাবকদের সচেতন করতে হবে।

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play