• 🔷 নওগাঁয় বন বিভাগের মোট ১৭ হাজার ๖৮৩ দশমিক ২৬ একর বনভূমি রয়েছে, যার মধ্যে ৫ হাজার ১৯৫ একর ভূমি বেদখল হয়ে আছে৷
  • 🔥 বনের জমি উদ্ধারে বন বিভাগ প্রায়ই মামলা করে, কিন্তু সেগুলো বছরের পর বছর ঝুলে থাকে৷
  • 🌀 আওয়ামী লীগ ও বিএনপির নেতারা, শিক্ষকরা এবং সাধারণ মানুষরাও দখলদারদের তালিকায় রয়েছেন৷
  • 👉 ধামাইরহাট সদর ইউনিয়ন, ইসবপুর ও পত্নীতলার আমইড় ইউনিয়নের মধ্যে ১ হাজার ৫০০ একর বনভূমি রয়েছে, যার কয়েক শ একর জমি বেদখল হয়ে আছে৷
  • 🌎 প্রশাসনের উদ্যোগ না থাকায় বনের জমি দখল থামছে না৷

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play