এআই'র জোরে অ্যাপলকে হারিয়ে দ্বিতীয় দামি প্রতিষ্ঠান এনভিডিয়া

  • ✨ এআই প্রযুক্তির কারণে এনভিডিয়ার এআই প্রসেসরের চাহিদা বৃদ্ধি
  • 🚩 প্রসেসর বিক্রি ও শেয়ারের দাম বৃদ্ধির ফলে এনভিডিয়ার বাজার মূলধন তিন ট্রিলিয়ন অতিক্রম
  • 🟤 অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় দামি প্রতিষ্ঠান হয়েছে এনভিডিয়া
  • ➪ মাইক্রোসফট, মেটা, গুগল এনভিডিয়ার প্রসেসর ব্যবহারের কারণে এনভিডিয়ার লাভ বৃদ্ধি
  • ❇️ ফেব্রুয়ারিতে এনভিডিয়ার বাজার মূলধন দুই ট্রিলিয়ন থেকে মাত্র তিন মাসে তিন ট্রিলিয়ন পেরিয়েছে
  • ▶️ এনভিডিয়ার এইচ ১০০ জিপিইউ প্রসেসরকে এআই দুনিয়ার চমক বলা হয়
  • 🌍 এইচ ১০০ প্রসেসর এআই প্রযুক্তিনির্ভর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণের সময় অন্যান্য প্রসেসরের তুলনায় ৩০ গুণ বেশি দ্রুত কাজ করে
  • ⚫ বর্তমানে এআই প্রসেসরের বাজারের ৮০ শতাংশই রয়েছে এনভিডিয়ার দখলে

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play