- ▶ রাজশাহীর গোদাগাড়ীতে ৩৫৭ জন গরু নিলামে অংশ নিতে ডিপোজিট দিলেও নিলামে অংশ নেন মাত্র পাঁচজন।
- 🎯 এ পাঁচজনই জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমন মণ্ডলের পোষ্য সিন্ডিকেট সদস্য।
- ⭕ নিলামে সরকারি দরের চেয়ে ২০০ টাকা করে দর হাঁকানোর শর্তে সিন্ডিকেট সদস্যরা গরুগুলো কিনে ফেলেন।
- 🌍 এভাবে ৩৭টি গরু কিনে তারা নিজেদের মধ্যে বণ্টন করেন।
- ▪ প্রতিটি গরুর সরকারি দরের চেয়ে ৬০০ টাকা বেশি দরে গরুগুলো বিক্রি হয়।
- 💎 নিলামে অংশ নেওয়াদের অভিযোগ, স্থানীয় একটি সিন্ডিকেট প্রতিবছরের মতো এবারও সরকারি খামার থেকে খাসির দরে গরু কিনেছে।
- 💚 জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার স্বীকারোক্তি অনুযায়ী, খামার কর্তৃপক্ষ গরু নিলামে তুললেই এলাকার কিছু লোক সিন্ডিকেট করে গরু কিনে খামারেই বিক্রি করে।
- ➡️ নিলাম শুরুর আগে খামার কর্তৃপক্ষই গরুগুলো কিনে নেয় এবং তারপর নিলামের আড়ালে সেগুলোর দাম বাড়িয়ে সিন্ডিকেট সদস্যদের কাছে বিক্রি করে।
সূত্র সমূহ :
মন্তব্য করতে লগইন করুন
সর্বশেষ খবর
জনপ্রিয় খবর