নিম্ন আয়ের ৯৬ হাজার নারীকে আত্মকর্মসংস্থানের জন্য অর্থ সহায়তা শুরু

  • ➙ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব খাদ্য কর্মসূচির উদ্যোগে নারীদের অর্থসহায়তা দেওয়া হচ্ছে।
  • ▶️ ১ লাখ নারী উপকারভোগীর মধ্যে ৯৬ হাজার ৯২৮ জনকে প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • ⤷ প্রতিটি উপকারভোগী নারী ২০ হাজার টাকা চেক পাবেন।
  • ➪ প্রকল্পের লক্ষ্য নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা।
  • ❇️ নগদ অর্থ অনুদান ছাড়াও উপকারভোগীদের প্রশিক্ষণ এবং ব্যবসা পরিকল্পনা তৈরিতে সহায়তা দেওয়া হবে।

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play