জঙ্গি প্রশিক্ষণের জন্য অস্ত্র ও বোমার আস্তানা সন্দেহে নেত্রকোনায় পুলিশের অভিযান

  • 💠 নেত্রকোনার ভাসাপাড়া এলাকায় একটি জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযান
  • 🌎 ২০ বছর আগে একটি শিক্ষক ওই বাড়ি নির্মাণ করেন, বর্তমানে ভাড়া দেয়া
  • 🌟 ভাড়া দেওয়ার পর বাড়ির সীমানাপ্রাচীর উঁচু করে নারকেলগাছ ও আমগাছের সঙ্গে প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা বসানো
  • 🔹 স্থানীয়দের ওই বাড়িতে প্রবেশে বাধা দেওয়া হয়
  • ⤷ পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বেলা একটার দিকে অভিযান চালায়
  • ❇️ বাড়ির নিচতলার কক্ষে একটি বিদেশি পিস্তল, গুলি, খেলনার পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, জিহাদি বইসহ বিভিন্ন জিনিস উদ্ধার
  • ✴ পুলিশের ধারণা, বাড়িতে বোমা থাকতে পারে
  • ✔️ পুলিশের বিশেষায়িত টিম কাউন্টার টেররিজম ইউনিটকে খবর দেওয়া হয়েছে

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play