বিশ্বকাপে যোগ দিচ্ছেন লামিচানে, খেলবেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
- 📌 ভিসা না পাওয়া সন্দীপ লামিচানে যোগ দিবেন নেপালের বিশ্বকাপ দলে।
- 💠 তিনি খেলবেন গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
- 💠 যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে খেলবেন তিনি।
- ⭐ নেপালের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও লামিচানেকে ভিসা না দেওয়ায় তিনি সেখানে যেতে পারেননি।
- ❄️ নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা লামিচানের ভিসার জন্য সহযোগিতা করেছে।
- 🔴 নেপাল তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেটে হেরেছে ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বুধবার।
- ⭐ বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচ ১৭ জুন, এর দুই দিন আগে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সূত্র সমূহ :
মন্তব্য করতে লগইন করুন
সর্বশেষ খবর
জনপ্রিয় খবর