শিশুর স্বাস্থ্যের জন্য জাগরণী: প্রাথমিক রোগ প্রতিরোধে ঘাটতি

  • ⭐ প্রাথমিক রোগ প্রতিরোধে ঘাটতি (পিআইডি) শিশুদের একটি জটিল ও দীর্ঘমেয়াদী রোগ।
  • 💎 এ রোগের কারণে শিশুর দেহের প্রতিরোধব্যবস্থা একেবারেই থাকে না অথবা খুব দুর্বল থাকে।
  • ✔ বারবার বিভিন্ন সংক্রমণ এ রোগের মূল লক্ষণ।
  • ✳️ ফুসফুসের কার্যকারিতা কমা, দেহের বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হওয়া এ রোগের জটিলতা।
  • ▪ রক্ত পরীক্ষা করে রোগটি শনাক্ত করা যায়।
  • ⤷ রোগটি জটিল হলেও নিরাময়যোগ্য।
  • 💠 আক্রান্ত শিশুকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ধরে প্রয়োগ করতে হয়।
  • ✔️ নিয়মিতভাবে শিরাপথে ইমিউনোগ্লোবুলিন ওষুধ ব্যবহার করে সুস্থ জীবন যাপন করা সম্ভব।

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play