চাঁপাইনবাবগঞ্জ থেকে আম ও কোরবানির গরু পরিবহনে বিশেষ ট্রেনের যাত্রা শুরু
- ❗️ চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার জন্য আম পরিবহনে বিশেষ ট্রেনের যাত্রা শুরু হয়েছে।
- 🔷 এবার আমের মৌসুমে কোরবানির ঈদ পড়ায় এ বিশেষ ট্রেনে তিন দিন গরুও পরিবহন করা যাবে।
- ➪ প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৮ পয়সা।
- 📍 গোমস্তাপুরের রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে এই ট্রেন।
- ✳️ আজ ৯টা থেকে স্টেশনে আম বুকিং শুরু হয়েছে।
- 🔹 শাকসবজি, ডিমসহ অন্যান্য কৃষিপণ্যও এই ট্রেনে পরিবহন করা যাবে।
সূত্র সমূহ :
মন্তব্য করতে লগইন করুন
সর্বশেষ খবর
জনপ্রিয় খবর