সাম্প্রতিক অনেক ভালো কাজের মধ্যে 'আদিম' অন্যতম
- ✨ ইমতিয়াজ বর্ষণের 'কালপুরুষ' ও 'গোলাম মামুন' সিরিজে প্রশংসিত অভিনয়
- 👉 সময় পরিভ্রমণ নিয়ে 'কালপুরুষ' নিরীক্ষাধর্মী এবং সাধারণ দর্শকের মন জয় করেছে
- ✔ পুলিশের বিভিন্ন চরিত্রে ইমতিয়াজ বর্ষণের দুই ধরনের অভিনয়ের বৈশিষ্ট্য
- 🔥 নায়কোচিত ও ধূসর দুই ধরনের চরিত্রেই ইমতিয়াজ বর্ষণের আগ্রহ
- ⚡️ ওটিটিতে কাজে স্বাচ্ছন্দ্য বোধ করলেও সিনেমায় অভিনয়ে বেশি স্বাচ্ছন্দ্য
- ❗️ ইদানীং-এ দেখা অন্য কোন কাজের মধ্যে 'আদিম' চলচ্চিত্রটি ইমতিয়াজ বর্ষণকে অনুপ্রাণিত করেছে
- ⚫ এক সপ্তাহের মধ্যে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ 'গোলাম মামুন', যা ইমতিয়াজ বর্ষণ আশাবাদী
- ➡ হাবিবুল ইসলাম পরিচালিত 'যাপিত জীবন', পাণ্ডুলিপি থেকে নির্মিত 'একাত্তর করতলে ছিন্নমাথা' হচ্ছে ইমতিয়াজ বর্ষণের আগামী প্রতীক্ষিত কাজ
সূত্র সমূহ :
মন্তব্য করতে লগইন করুন
সর্বশেষ খবর
জনপ্রিয় খবর