জ্যোতির্বিজ্ঞানের উৎসবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের’ বাছাই শুরু

  • 👉 এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ১৯তম আসরের প্রাথমিক বাছাই শুরু হবে ৫ জুলাই।
  • 👉 ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
  • ◉ বাছাই শেষে জাতীয় বাছাইয়ে নির্বাচিত হবে ১৫ সিনিয়র এবং ১৫ জুনিয়র প্রতিযোগী।
  • ✦ আবাসিক ক্যাম্পের পর চূড়ান্তভাবে বাছাই হবে পাঁচজন প্রতিযোগী, যারা আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
  • ⚡ প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই আয়োজনে সহযোগিতা করছে।

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play