প্রকাশ্যে ভোট: মন্ত্রী ক্ষমার পথ, কাশিয়াইশ চেয়ারম্যানের হবে কী?

  • ❎ উপজেলা পরিষদ নির্বাচনে কাশিয়াইশের চেয়ারম্যান আবুল কাসেম প্রকাশ্যে ব্যালটে সিল দেন।
  • ➙ তিনি ব্যালট গ্রহণের পর স্কুল ভোট কক্ষে না গিয়ে, পকেট থেকে টাকার বান্ডিল বের করেন।
  • ➪ গোপন কক্ষে না গিয়ে ভোট দেয়ার ঘটনায় গত নির্বাচনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানকে নির্বাচন কমিশনে শুনানিতে ক্ষমা চাইতে হয়েছিল।
  • 🌟 প্রকাশ্যে ভোট দেয়ার ঘটনায় আবুল কাসেমের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
  • 📣 গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রকাশ্যে ব্যালটে সিল দেয়া শাস্তিযোগ্য অপরাধ।

সূত্র সমূহ :

© ২০২৩ বাংলা এক্সপ্রেস | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Get it On
Google Play