রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বেপরোয়া নির্যাতন ও শিবির ট্যাগে হিন্দু শিক্ষার্থীদের হয়রানি
- ▪ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের ডাইনিংয়ে সিগারেটের অবশিষ্টাংশের অভিযোগে ছাত্রলীগের উস্কানিতে ভাঙচুর ও প্রাধ্যক্ষকে লাঞ্ছিতকরণ।
- ▶ প্রাধ্যক্ষের অভিযোগ, হলের ছাত্রলীগ নেতারা জার্সি না দেওয়ায় তাদের উসকানিতে এ ঘটনা ঘটিয়েছে।
- ☑ এর আগেও ছাত্রলীগের অন্যায় দাবি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে প্রাধ্যক্ষদের 'রাজাকার', 'জামাতি' ট্যাগ লাগিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
- 🔹 হল প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগও ছায়া প্রশাসন গড়ে তুলেছে। হল প্রশাসনকে খুশি রেখে ম্যানেজ করে হল চালাতে হয়।
- ☑ হলগুলোতে ছাত্রলীগের চাঁদাবাজি, ট্যাগবাজি, দখলদারি এবং আধিপত্যবাদ একটি সুস্থ পড়ালেখার পরিবেশ, সংস্কৃতির বিকাশের অন্তরায়।
- ➡️ ছাত্রলীগ নেতারা 'শিবির' ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করছে।
- ❎ সনাতন ধর্মের শিক্ষার্থীরাও 'শিবির' ট্যাগ-বাণিজ্যের ফাঁদ থেকে রক্ষা পায় না।
- 🟡 শিক্ষক-শিক্ষার্থীরা ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে এবং নির্যাতনকারী ছাত্রলীগ নেতার শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সূত্র সমূহ :
মন্তব্য করতে লগইন করুন
সর্বশেষ খবর